গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন
প্রশ্ন-১। ফাহাদ ও ফারহান কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটালো, বিক্রিয়াগুলো নিম্নরূপ :







ক). খাবার সোডার সংকেত কী?
খ). ii নং বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া ব্যাখ্যা কর।
গ.) উদ্দীপকের যে বিক্রিয়ায় মৌলিক গ্যাস উৎপন্ন হয় সেটি ব্যাখ্যা কর
ঘ). i ও iii নং বিক্রিয়া দুটি সংযোজন হলেও এদের মধ্যে ভিন্নতা আছে বিশ্লেষণ কর।
প্রশ্ন-২। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
আমরা টর্চ, রেডিও, খেলনা গাড়ি ইত্যাদিতে যে ব্যাটারি ব্যবহার করি। এতে কোনো রাসায়নিক তরল পদার্থ ব্যবহার হয় না বলে ড্রাইসেল বা শুষ্ক বিদ্যুৎকোষ বলে। আজকাল নানা কাজে প্রচুর ড্রাইসেল ব্যবহৃত হচ্ছে।
ক. অ্যানোড কী?
খ. ড্রাইসেলকে শুষ্ক কোষ বলা হয় কেন?
গ. উদ্দীপকের কোষটি এঁকে চিহ্নিত কর।
ঘ উদ্দীপকের কোষটির গঠন প্রণালী বর্ণনা কর।৮ম শ্রেণি বিজ্ঞান ( অধ্যায়-১৪ )
গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন
১। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
অন্তু তাদের পুকুরে ব্যাঙ, ছোট মাছ, বড় মাছ ও ছোট ছোট উদ্ভিদ দেখতে পেল। স্কুলে গিয়ে সে তার শিক্ষকের নিকট এদের সহঅবস্থান সম্পর্কে জানতে চাইল।
ক. বাস্তুুসংস্থান কী?
খ. খাদ্যশৃখল বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে পুকুরে কোন ধরনের খাদ্যশৃংখল রয়েছে তা চিত্র এঁকে ব্যাখ্যা কর।
ঘ. অন্তুর দৃশ্যকল্পে উপাদানগুলোর বাস্তুসংস্থান কীভাবে সম্পর্কে গড়ে তোলে তা বিশ্লেষণ কর।